গাজীপুরে আইনজীবীসহ দুইজনকে গুলি ও মাদকসহ আটক ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে পিস্তল ও বন্দুকের গুলি, গুলি তৈরীর ডাইস ও ইয়াবা টেবলেটসহ এক আইনজীবীসহ দুইজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। আটককৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া রিয়াজ নগর এলাকার আয়েশা মঞ্জিলের মোঃ আলমগীর হোসেনের ছেলে অ্যাডভোকেট মোঃ আশরাফুল আলম প্রিন্স (৩৬) এবং মজলিশপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোঃ মামুন হোসেন (৩০)।13

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা শহরের শিববাড়ি এলাকায় সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা টেবলেট ও আইনজীবী স্টিকারযুক্ত ব্যাক্তিগত একটি প্রাইভেটকারসহ আশরাফুল আলম প্রিন্সকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে আউটপাড়া এলাকার তার বাসা থেকে আরো ৫০ পিস ইয়াবা টেবলেট, ৩৭ রাউন্ড বন্দুকের গুলি, পয়েন্ট টু-টু বোর পিস্তলের ৫৭ রাউন্ড গুলি, গুলি বানানোর ডাইস, অস্ত্রের বাট, দুটি চাপাতি এবং ১২টি মোবাইল ও ট্যাব উদ্ধার করা হয়। পরে পুলিশ মজলিশপুর এলাকা থেকে তার সহযোগি মামুনকে আটক করে।

জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।