কলারোয়ায় পৌরসভা ও আহছানিয়া মিশন’র উদ্যোগে সমন্বয় সভা

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার কলারোয়া পৌরবাসীর ওয়াশ অধিকার পূরণের লক্ষ্যে পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের “আমাদের কলারোয়া প্রকল্প”র আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দিকে পৌর অডিটোরিয়ামে সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। পৌরসভার প্যানেল মেয়র মাস্টার 21মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আর এমও ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সরোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মফিজুল হক, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর ইমাদুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন দফাদার আকি, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, লুফুন্নেছা লুতু, পৌরসভার সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) এস এম সোহরাওয়ার্দ্দী, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, ইন্তাজ আলি, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান,এনজিও কর্মকর্তা মেহেদী হাসান, লতিফা আখতার, আশরাফ হোসেন, আহছানিয়া মিশন’র হিসাব রক্ষক আনিছুর রহমান, ওয়াশ প্রমোটর তুষার পারভেজ, হালিমা খাতুন, হাফিজা খাতুন, আইল হোসেনহ শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আহছানিয়া মিশন’র পিসি বিপ্লব ঠাকুর।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।