ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাগজভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।
আজ বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো নেত্রকোনার কেন্দুয়া থানার চানমাদারীপুরের আব্দুল গফুরের ছেলে অপু হাওলাদার (২২), হোসেন চৌকীদারের ছেলে ওবায়দুল (২৮), পটুয়াখালী গলাচিপা থানার উলানিয়ার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০) ও একই জেলার চরমান্দার ইউসুফ হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩০)। এরা সবাই সোনারাগাঁওয়ে শিল্পনগরী মেঘনা এলাকার আল মোস্তফা গ্রুপের হ্যারিট্যাজ পলিমার এন্ড ল্যান্ডটিউব কারখানার শ্রমিক।
সোনারগাঁও থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম জানান, আজ বুধবার ভোরে কাগজভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৭৬৫) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় আল মোস্তফা গ্রুপের একটি শিল্প কারখানায় যাচ্ছিল। পথে আষাঢ়িয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা কারখানার ৪ জন শ্রমিকের মারা যায়। আহত হয় আরো ৬ জন। তাদেরকে আশংকাজনক অবস্থায় স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করে ট্রাকের ভেতর থেকে ৪ জনের লাশ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্রমিকরা ট্রাকে ঘুমন্ত অবস্থায় ছিল। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।