যা কিছু করেছি জাতির জন্য করেছি : বিদায়ী ব্রিফিংয়ে সিইসি

ক্রাইমবার্তা রিপোট:বিদায়ের বেলায় সিইসি কাজী রকীবউদ্দিন আহমদ দৃঢ়তার সাথে বললেন, ৫ বছরে দায়িত্ব পালনকালে তাদের কমিশনের কোনো ব্যর্থতা নেই। ছিল না কোনো নির্দেশনার ফোন। কোনো ধরনের চাপও ছিল না। তাদের সময়টি ছিল সফলতার। যা কিছু করেছি জাতির জন্য করেছি।

আজ দুপুরে নির্বাচন কমিশন নিজস্ব ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। এ সময় অন্যান্য কমিশনারগন ও ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বিদায়ী সিইসি বলেন, গত ৫ বছরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখী ছিলাম। তা সফলতার সাথে মোকাবেলা করেছি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে য়ে অসাংবিধানিক ও অরাজক পরিস্থিতির সৃস্টি হতো তা কল্পনাও করা যেতো না। তিনি বলেন, যে সব দল ভোটের মাধ্যমে ক্ষমতা বদলের পক্ষে ছিল, তারাই নির্বাচনে অংশ নেয়। নির্বাচন অনুষ্ঠান করা ছাড়া তখন আমাদের করণীয় কিছু ছিলনা।

তিনি বলেন, ৬ টি সিটি করপোরেশন নির্বাচন করে আমরা নিরপেক্ষতারর প্রমাণ দিয়েছি।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।