ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-শিক্ষার্থীদের সার্টিফিকেট মুখী শিক্ষা কখনো বেকার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না। বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে নিয়ে যেতে শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিল, কম্পিউটার জ্ঞান ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।” বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
তিনি আরো বলেন,“বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন জগৎ;যেখানে নিজ দায়িত্বে নিজেকে তৈরী করতে হবে। এখানে বাবা-মা বা শিক্ষকদের শাসন নেই। পূর্ণ ব্যক্তি স্বাধীনতা নিয়ে এখানে চলা যায়। পরিবার রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিজেকে বিশ্ব মানের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । সময় ও অর্থের অপচয় না করে পড়ালেখার কাজে ব্যয় করতে হবে। এছাড়াও তিনি কোন ধরনের জঙ্গি তৎপরতার সাথে সংশিষ্ট না হবার জন্য উপদেশ দিয়েছে।”
বুধবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৭ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের ২৫টি বিভাগের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এসময় নবীনদের ফুল ও স্যুভেনির দিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। ইসলামী বিশ্ববিদ্যালরে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র- উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ডিন প্রফেসর ড. মোঃ শামছুল আলম, আই আই ই আর এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, বিভাগীয় জ্যেষ্ঠ সভাপতি প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আরমিন খাতুন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …