ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারী সদরের মুরগীহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে হাটহাজারী সদরের ললুয়ার দিঘীর পাড়স্থ মুরগি হাটের মদিনা হার্ডওয়ার দোকানের গুডাউন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকান্ডে মদিনা হার্ডওয়ারসহ প্রায় ১২টি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের কারনে হাটহাজারী নাজিরহাট সড়কে যানচলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে । শত শত মানুষ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই আগুনের লেলিহান শিখা ১২/১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস ও বায়েজিদ ফায়ার সার্ভিস এর কয়েকটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও ক্ষতিগ্রস্থরা প্রায় ৮-১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
উল্লেখ্য, উল্লেখিত স্থানে প্রতি বছরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …