ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা: খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও মেধা বিকাশে সহায়ক। শিক্ষর্থীদের শারীরিক, মানুষিক ও নান্দনিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিকাশ ঘটাতে সাতক্ষীরা দ্য পোল স্টার পৌর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা পিএন স্কুল ও কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। আগামী দিনে দেশের যোগ্য নেতৃত্ব বিকাশে আজকের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় তিনি আরো বলেন, দ্য পোল স্টার পৌর হাইস্কুল সাতক্ষীরার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি এমপিওভুক্তকরণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।’
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনামি কৃঞ্চ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ মারুফুল হক, মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবৃন্দ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …