ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলিও। এতে ৩৫৬/৩ সংগ্রহ নিয়ে ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করলো ভারত। দিন শেষে ১১১ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১৪১ বলের ইনিংসে কোহলি হাঁকান ১২টি বাউন্ডারি। ৪৫ রানে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে।
৬৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। বিরাট কোহলি ৩৪ রানে অপরাজতি। এর আগে তাসকিনের ইনিংসের প্রথম বলে ২ রান নেন লোকেশ রাহুল। পরের দুই বল ডট দেন। এরপর চতুর্থ বলে লোকেশকে সরাসরি বোল্ড করেন তাসকিন। ভারতের মাটিতে ইতিহাসের প্রথম টেস্ট চলছে বাংলাদেশের।
বাংলাদেশের একাদশ
তামি ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারতের একাদশ
লোকেশ রাহুল, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।