ক্রাইমবার্তা রিপোট:মীর খায়ারুল আলম: নিউজ প্রকাশের পর ম্যানগ্রোভকে পরিপূর্ণ রুপান্তরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত কয়েক দিন আগে সাতক্ষীরার সীমান্তের ইছামতি নদীর তীরের ম্যানগ্রোভ বননিয়ে সংবাদ প্রকাশ হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার মাসিক সাধারণ সভায় এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিতত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সকল সদস্যবৃন্দরা। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনার পাশাপাশি ম্যানগ্রোভ বনকে পরিপূর্ণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। তাছাড়া ম্যানগ্রোভ বনে যাওয়ার রাস্তা পাকা, টাউনশ্রীপুর থেকে নদী পথে বন পর্যন্ত যাওয়ার ব্যবস্থা, সমগ্র বনটির উপভোগের জন্য বনের উর্প দিয়ে ক্রেনের ব্যবস্থা, কৃত্রিম জীবজন্তুর ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থাসহ নানা মূখি প্রস্তবনা ও বাস্তাবায়নে সিন্ধান্ত গ্রহন করা হয়।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …