রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালক গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:প্লট জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ইকবাল উদ্দিন চৌধুরীকে গুলশানের বাসা থেকে ও পরিবাগের ফ্ল্যাট থেকে সৈকত আলীকে গ্রেফতার করে (দুদক) দুর্নীতি দমন কমিশন।

দুদকে জনসংযোগ কর্মকর্তা জানান, বুধবার দুদকের একজন কর্মকর্তা বাদী হয়ে মতিঝিল থানায় এ সংক্রান্ত মামলাটি করেন। মামলার অভিযোগ তদন্ত করতেই আজ ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।