ক্রাইমবার্তা রিপোট:নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও পরবর্তী বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, নির্বাচন কমিশনকে তাদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা প্রসঙ্গসহ বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বার্নিকাট।
এ সময় তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়।