অবেশেষে মেয়েটিকে ফেরৎ পেতে যাচ্ছে তার পরিবার

ক্রাইমবার্তা রিপোট:গতকাল যে অজানা পরিচয়ের মেয়েটি পাওয়া গিয়েছিল অবশেষে সেই মেয়েটির পরিচয় পাওয়া গেছে। সে ঢাকা জেলার গাজিপুরের অধিবাসী। মেয়েটির নাম তামান্না তার পিতা নজরুল ইসলাম গাজীপুর জয়দেবপুর থানার এ এস আই হিসাবে কর্মরত। সে মহম্মদপুর লাল মাটিয়া কলেজের ১ম বর্ষের ছাত্রী।img_20170210_141739.jpg

বর্তমানে মেয়েটি শ্যামনগর হাসপাতালে তার পিতার কাছেই আছে। মেয়েটি এখন অল্প অল্প কথা বলতে পারছে। শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আনিছুজ্জাম বলেন’মেয়েটি মানসিক ভাবে ভীত থাকায় সে স্বাভাবিক হতে পারছেনা। তবে সবার সাথে মিশতে মিশতে ঠিক হয়ে যাবে’।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, মেয়েটি তার বাবাকে চিনতে পারিনি, তবে ছোট ভাইকে চিনতে পেরেছে। তবে তামান্নার মা কে আনা হচ্ছে, সাথে উপযুক্ত কাগজপত্র প্রমানাদি আনলে তার পর তার পরিবারের কাছে মেয়েটিকে হস্তান্তর করা হবে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।