ফারজানার হাফ সেঞ্চুরিতে সহজ জয় বাংলাদেশের

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইসিসি মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের ১০ম ম্যাচে আজ কলম্বোতে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।ফাইল ছবি

গ্রুপ বি’র এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ৫০ ওভারের ম্যাচটিতে তাদের ইনিংস শেষ হয়ে যায় ৫ বল বাকি থাকতেই। এ সময়ে তাদের সংগ্রহ ১৪০।

১৪১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ জয় পেয়ে যায় মাত্র ৩ উইকেট হারিয়েই। হাতে ছিল আরো ৭৫ বল।

বাংলাদেশের এ সংগ্রহে উল্লেখযোগ্য হলো- ফারজানা হকের ৫৩*, রুমানা আহমেদের ৩৮*, শারমিন সুলতানা ১৫, শারমিন আক্তার ২২ এবং সানজিদা ইসলামের ৩।

বাংলাদেশের হয়ে উইকেটগুলো নেন- সালমা খাতুন ও খাদিজাতুল কোবরা ৩টি করে, রুমানা আহমেদ ২টি এবং জাহানারা আলম ও পান্না ঘোষ ১টি করে।

ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ।

এ জয়ের ফলে তিন ম্যাচ খেলে দু’টিতে জয় নিয়ে বাংলাদেশর অবস্থান বি-গ্রুপে তৃতীয়। শীর্ষে আছে পাকিস্তান এবং দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।