ক্রাইমবার্তা রিপোট: বিয়ের শেষ সময়ের কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরলেন না ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মোড়ারচর এলাকার বাসিন্দা মো. আব্দুল আউয়াল।
শুক্রবার সকালে ঘাতক ট্রাক বর আব্দুল আউয়ালের জীবন কেড়ে নিয়েছে। দুপুরে তার বরযাত্রী নিয়ে আইচাইল নঁওগাও গ্রামে বিয়ে করতে যাওয়ার কথা ছিল।
এদিকে দুর্ঘটনার খবরে বর ও কনে শান্তি বেগমের পরিবারে চলছে শোকের মাতম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় শরীফবাগ বাজারে শেষ সময়ের কেনাকাটা করতে আসেন আব্দুল আউয়াল। বাজার শেষে তিনি পাকা রাস্তার বাইরে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় বাজারের লোকজন একটি ট্রাক থামাতে চাইলে চালক বেপরোয়া গতিতে চালিয়ে এসে সরাসরি আউয়ালকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আউয়ালের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে দাফন-কাফনের ব্যবস্থা করে।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …