ইসি নিয়ে বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে : মির্জা ফখরুল

ক্রাইমবার্তা রিপোট:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণার পর আমরা যে বক্তব্য রেখেছিলাম, এটা সত্য হয়েছে। সেই সত্যই প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, আমরা আবারো নিশ্চিত করে বলতে চাই; এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কখনই নিরপেক্ষ ভূমিকার পালন করতে সক্ষম হবেন না। কারণ তার দলীয় পক্ষপত জনগণের কাছে অত্যন্ত পরিস্কার ।
সম্প্রতি পটুয়াখালীর বাওফলে আওয়ামী লীগের নেতাদের নতুন প্রধান নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানানো প্রসঙ্গে এক প্রশ্নের জাবাবে তিনি এসব বলেন।
আজ শনিবার বিকালে বাংলা একাডেমিতে গ্রন্থ মেলায় তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা বলেন মির্জা ফখরুল।
পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এস এনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কখনোই কোনো উক্তি করিনি। কোথায় কী প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্বব্যাংক প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।’
মির্জা ফখরুল বলেন, ‘বই মেলায় এলেই মনে হয়, এই মাসে ১৯৫২ সালে আমাদের মুক্তি যে সূচনা, সেই সূচনাটি হয়েছিল এ ভাষার মাসে। আমাদের অস্তিত্বের যে শেখর, তা এই মাসেই। এই বই মেলা নিঃসন্দেহে দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতিতে একটা উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি।’
তিনি বলেন, আমরা সেই গণতন্ত্রকে যখন হারিয়ে ফেলি, আমাদের বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা ও একত্রিত হওয়ার স্বাধীনতা যখন হারিয়ে যায়, তখন আমার আবার সেই ৫২ এর ভাষায় আন্দোলনের কথাই বারবার মনে করি। এই মাসে আমরা আবার নতুন করে অনুপ্রাণিত হই, নতুন করে আমরা অধিকার ফিরে পাওয়ার জন্য সম্মিলিতভাবে শপথ গ্রহণ করি।’
এসময় তিনি ফাতেমা সালমের লেখা ‘ সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মুচন করেন। এটা রফিক মুহাম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ ও মাইদুর রহমান রুবেলের ‘ভূতের রাজ্য’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।