অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে লক্ষ্মীপুর গ্র্যান্ড হোটেল

ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্নস্থানে বেশিরভাগ হোটেলে ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রি হচ্ছে হরধম। এসব খাবার খেয়ে অনেকে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে হুমকির মুখে দাঁড়িয়েছে জনস্বাস্থ্য। হোটেলের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্য হওয়ার কারণে মানুষরা পড়ছে বেকায়দায়। মাঝে মধ্যে খাবারের মান ভাল থাকলেও বছরের বাকি সময়টুকু পচা-বাসি পণ্য দিয়ে  তৈরি করা হচ্ছে খাবার।23

লক্ষ্মীপুর শহরে মো: লিটনের মালিকানাধীন গ্র্যান্ড হোটেলে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে তৈরি হচ্ছে খাবার। পচা-বাসি ও নিম্নমানের ভেজাল খাবার বিক্রি করা হচ্ছে। আর ক্রেতাদের ঠকিয়ে তিনি হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। হোটেল ব্যবসায়ী মো: লিটন মানুষদের ঠকিয়ে টাকার পাহাড় গড়ে তুলেছেন। এ হোটেলের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। রান্না ঘরের উপরে নেই কোন ছাঁদ। খালের উপরে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হয় এবং রান্না করা খাবার থাকে খোলা। লিটনের হোটেলে খাবারের মধ্যে অনেক সময় পোকা-মাকড়, মশা-মাছি কিংবা এক খাবারের মধ্যে অন্য খাবারের অংশ গিয়ে পড়ে। থালা-বাটি, গ্লাসগুলো ধোয়া হয় অপরিষ্কার পানিতে। সব মিলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং তৈরি করে তা লোকদের খাওয়ানো হয়। অল্পদিনের মধ্যে লোকদের পচা বাসি খাবার পরিবেশন করে ঠকিয়ে লাখপতি হয়ে যান লিটন। কোনো সবজি বা মাছ বাজার থেকে টাটকা কেনা হয়না। পচা-বাসি দেখে কেনা হয়। এতে কম টাকায় পাওয়া যায়। মাংসও কেনা হয় সেরকম। একদিনের তৈল দিয়ে অনেক দিন রান্না করা হয়। সব মিলিয়ে তার ভাষায় এ হোটেল কোনো কিছুই সঠিক না।

লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, যদি অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে খাবার পরিবেশন করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।