আদালতকে দেখে নেয়ার হুমকি ট্রাম্পের

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মচকাবেন অথচ ভাঙবেন না৷ কারণ, তিনি যে মার্কিন প্রেসিডেন্ট! আর তাই আদালত তার সিদ্ধান্ত খারিজ করে দেয়ার পরও, জয় হবে বলে এখনো আশাবাদী ডোলান্ড ট্রাম্প৷ তিনি আদালতকে দেখে নেয়ার হুমকিও দিয়েছেন। তবে এই মুহূর্তে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে তার সরকার যাবে না, শুক্রবার সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি৷

দিন কয়েক আগে সাত মুসলিম অধ্যুষিত দেশের অভিবাসী ও শরণার্থীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷তার এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে বিশ্ব৷ মামলা গড়ায় মার্কিন আদালত পর্যন্ত৷ শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত৷ তার পর দু’দিন কেটে গেলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট৷ স্থানীয় সময় শুক্রবার এই নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি৷ বললেন, ‘‘যা সিদ্ধান্ত নেয়া হয়েছে তা দেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে নেওয়া হয়েছে৷ আগামী দিনে জয় হবেই৷’’ তবে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তার সরকার যাবে কি না সেই বিষয়ে পরিষ্কার করে কোনও মন্তব্য করতে চাননি তিনি৷ বরং তিনি শুক্রবার সংবাদ সম্মেলনে যা বলেছেন, তার অর্থ, প্রেসিডেন্টের সিদ্ধান্তে যাতে আদালত সিলমোহর দেয় সেই কারণে উপযুক্ত পরিকল্পনা করেই এগোবে হোয়াইট হাউস৷

মার্কিন প্রেসিডেন্টের এদিনের বক্তব্য থেকে একথা পরিষ্কার এই মুহূর্তে আদালতের রায়ে খানিকটা ব্যাকফুটে থাকলেও আগামী দিনে মুসলিমদের আমেরিকায় প্রবেশ নিয়ে আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে তার সরকার৷ অন্তত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তাই মত৷

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।