ক্রাইমবার্তারিপোট: কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রলির ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র আব্দুল গফ্ফার ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার বাশতলা নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফ্ফার কালিগঞ্জ উপজেলার পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, সকালে বাই সাইকেল যোগে গফফার স্কুলে যাচ্ছিল। পিছন দিক থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। সে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় জনতা ট্রলিটি আটক করেছে। ড্রাইভার পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …