ক্রাইমবার্তা রিপোট:গণতন্ত্র সুসংহত করার জন্য গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড বের হওয়ার উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘ব্রেক্সিটের ব্যাপারে ইংল্যান্ড সরকার একা সিদ্ধান্ত নেয়নি। জনগণের ওপর ছেড়ে দিয়েছিল। তারা গণভোটের আয়োজন করেছিল। জনগণ চায়নি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকুক, ফলে ইংল্যান্ড সরকারও ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল।’
আজ দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. আকবর আলী খান বলেন, ‘আমরা সব কিছু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিয়েছি, এতে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। জনগণের ওপর কিছু বিষয় ছেড়ে দেয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘গণভোট করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। কথায় কথায় রাজনৈতিক নেতারা প্রতিশোধ গ্রহণ করে থাকে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় কোনো ইস্যু নিয়ে বিতর্ক দেখা দিলে গণভোটের আয়োজন করতে হবে।’