ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদতাঃ গাজীপুরের সিটি করপোরেশনের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক খাদে পড়ে ২ যাত্রী নিহত ও অন্তঃত ২২ জন আহত হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই দুই পুরুষ যাত্রীর পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কে আশুলিয়া থেকে কালিয়াকৈর চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস শনিবার রাতে চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় একই গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ওই বাসে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসটি ওই মহাসড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এসময় বাসের ২ যাত্রী মারা যায় এবং অন্তঃত ২২ জন আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এবং সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …