ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কবির বাড়ি গ্যাস পাম্প এলাকায় আজ শনিবার সকালে ঢাকা এক্সপ্রেস একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম লিঠন ভূইয়া (৪০) তাঁর বাড়ি ১৫ নং লাহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আশোক আলী ভ’ইয়া বাড়ি। সকাল সাড়ে ১০ টায় দিকে সিএনজি থেকে নেমে যাওয়ার সময় ঢাকা এক্সপ্রেস মুখামুখী সংঘর্ষে লিঠন ঢাকা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে ঘঠনার স্থলে তাঁর মৃত্যু হয়। আজ রাত ৯ টার দিকে তাকে তার পারিবারিক কবরের স্থানে তাকে দাপন করা হবে। লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সড়ক র্দুঘটনায় লিঠনের মৃর্ত্যু নিশ্চিত করে বলেন , ঢাকা এক্সপ্রেস গাড়িটি আটক করা যায়নি। পরিবার থেকে এখন পযর্ন্ত গাড়িটির বিরদ্ধে মামলা করার জন্য কেউ আসেনি ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …