ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের ১৩তম ম্যাচে কলম্বোতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। বি গ্রুপের এ ম্যাচে হেরে সুপার সিক্সে উঠতে গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রুমানাদের।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৬.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০০। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৫.২ ওভারেই ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।
রান আউট হওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক করেন রুমানা আহমেদ করেন সর্বোচ্চ ৩৯ রান। এর বাইরে দুই অঙ্কে যান কেবল সানজিদা ইসলাম (১৩) ও সালমা খাতুন (১৬)।
দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল (৩/১৪) ও সুনে লুস (৩/১৭) নেন তিনটি করে উইকেট।
আর দক্ষিণ আফ্রিকার ৪টি উইকেটের মধ্যে সালমা, রুমানা, সুরাইয়া আজমিন ও জাহানারা আলম পান একটি করে উইকেট।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।