ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :চলতি সপ্তাহে আমেরিকাজুড়ে শতাধিক নাগরিককে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় এইসব নাগরিককে আটক করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এই প্রথম এমন বড় ধরনের ধরপাকড় চালানো হলো।
ওয়াশিংটনপোস্ট পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, চলতি সপ্তাহে দিনের বেলায় নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনাতে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা বাড়ি-ঘর ও কর্মক্ষেত্রে অভিযান চালিয়ে অবৈধ নাগরিকদের আটক করে। গত ২৬ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত ৩০ লাখ অবৈধ নাগরিককে আমেরিকা থেকে বহিষ্কার করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন। এরপর এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নতুন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অবৈধ নাগরিক নানা রকম অপরাধমূলক কতর্মকাণ্ডে জড়িত। চলতি সপ্তাহে যেসব নাগরিককে আটক করা হয়েছে তার মধ্যে বহু লোকজন রয়েছে যাদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো রেকর্ড নেই। অথচ আটকের পর এসব মানুষকে আমেরিকা থেকে বহিষ্কার করা হতে পারে।
অন্য দিকে, বৈধতার অজুহাত তুলে নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযান চালানোর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অনেকেই আতঙ্ক প্রকাশ করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে নাগরিকদের ওপর এটা প্রথম আঘাত; তবে এটাই শেষ নয়, এ ধরনের আরও অভিযান চালানো হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।