ক্রাইমবার্তা রিপোট: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় লালমনিরহাটে জাহাঙ্গীর হোসেন (১৮) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী যুবক ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে অপর দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪)।
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)আরডিআরএস বাংলাদেশের লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গায় অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
এটি উন্নয়ন সংস্থাটির ‘আইকেয়ার প্রজেক্টের’ অধীনে পরিচালিত হয়ে আসছে। আহত ওই কিশোরীকে শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার বিকেলে অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
আরডিআরএস ও হাসপাতাল সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা গ্রামের হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওই পুনর্বাসন কেন্দ্রের আবাসিক শিক্ষার্থী।
সে লালমনিরহাট সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। অপরদিকে জেলার অপর উপজেলা আদিতমারীর ওই কিশোরী পুনর্বাসন কেন্দ্রটিতে থেকে পাশের দরগারপাড় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। একই পুনর্বাসন কেন্দ্রে থাকার সুবাদে জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরে মেয়েটির পিছু নিয়ে প্রেমের প্রস্তাব দিতে আসছে।
বিষয়টি এক সময় জানাজানি হলে জাহাঙ্গীরকে পুনর্বাসন কেন্দ্র থেকে বের করে দেয়ার আলোচনা শুরু হলে ক্ষীপ্ত হয়ে ওঠে সে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ভবনটির ছাদে কাপড় শুকাতে গেলে ওঁৎ পেতে থাকা জাহাঙ্গীর ওই কিশোরীকে ছুরিকাঘাত করতে থাকে।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে ও জাহাঙ্গীরকে আটক করে।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আজমল হক সাংবাদিকদের জানান, ধারালো অস্ত্রের আঘাত নিয়ে দুপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েটিকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মেয়েটির শরীরের বেশ কয়েক জায়গায় ছোট-বড় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
এদিকে,শনিবার বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করেছে আরডিআরএস কর্তৃপক্ষ। এতে লিখিত বক্তব্যে আরডিআরএস লালমনিরহাটের প্রোগ্রাম ম্যানেজার এরশাদুল হক বলেন,ঠিক কী কারণে মেয়েটিকে ছুরিকাঘাত করা হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে আহত কিশোরীর যাবতীয় চিকিৎসা ব্যয় আরডিআরএস বহন করবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
একই কথা বলেন,আরডিআরএস লালমনিরহাটের চিকিৎসক ডা.ডবপুল চন্দ্র সরকার। তিনি বলেন বিকেলে থানা পুলিশ এসে জাহাঙ্গীরকে নিয়ে গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।