দলের ভাইস চেয়ারম্যানদের সাথে খালেদা জিয়ার বৈঠক

ক্রাইমবার্তা রিপোট:দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গত রাতে দলের ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত সোয়া ৯টায় গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মাহমুদুল হাসান, খন্দকার মাহবুব হোসেন,

আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতির নিয়োগকৃত নতুন নির্বাচন কমিশন, চেয়ারপারসনের মামলার সর্বশেষ অবস্থাসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।