ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালা ঃ তালা উপজেলার তালা ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত বশময় সরকারের পুত্র আনন্দ সরকার(৪৫) খুলনায় যাওয়ার প্রক্কালে গত ১০ ফেব্রƒয়ারী সকাল ৮ ঘটিকার হারিয়ে গিয়েছে । তালা থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে ।
ঘটনার বিবরণে জানা যায়, তালা ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত বশময় সরকারের পুত্র আনন্দ সরকার(৪৫) গত শুক্রবার সকালে খুলনা যাওয়ার উদ্দেশে ঘেরের ১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে নিয়ে সকাল ৮ ঘটিকার সময় তালা সদরের মৃত সিরাজুল ইসলামের পুত্র সৈয়দ সোহেলের কাছে যাওয়ার পথে নিঁখোজ হয় । ইতিপূর্বে তিনি একইভাবে ৩/৪ লক্ষ টাকা নিয়ে খুলনায় সোহেলের কাছে গেছেন । উল্লেখ্য যে,সকাল আনুমানিক ১০ঘটিকা দিকে চুকনগর গাড়ীতে উঠার সময় সোহেলকে ফোন করে খুলনায় যাচ্ছে এ কথা জানাই । এ ব্যাপারে তালা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে ডায়েরী নং ৩২৭/১৭ তারিখ ১১-২-১৭ । কোন ব্যক্তি তার কোন সন্ধান পেলে শিমুল বিশ্বাসের সাথে ০১৯৬৯২৫২১৬৪ এবং ০১৭১১৮৩৫০৫২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
এ ব্যাপারে সোহেলকে জিঞ্জাসা করলে তিনি বলেন, আনন্দ সরকার আমার কাছে টাকা নিয়ে আসেনী ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …