মুশফিককে ডেকে অটোগ্রাফ নিলেন অশ্বিন!

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে ডেকে অটোগ্রাফ নিয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন।

32

সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সব ক্রিকেটার যখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন তখন বল এগিয়ে দিয়ে মুশফিকের কাছে তাতে সই দেয়ার অনুরোধ করেন।

বাংলাদেশের অধিনায়কও বলটিতে সই করেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যাও দিয়েছেন মুশফিক।

জানালেন, ওই বলটি দিয়ে তিনি দ্রুত ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন। অশ্বিনের ২৫০তম উইকেটটি ছিল মুশফিকের। তাই মুশফিকের কাছ থেকে তাতে সই করে নিয়ে তা স্মরণীয় করে রেখেছেন।

মুশফিক বলেন, ‘অশ্বিন তার রেকর্ড গড়া বলটিতে আমার সই চেয়েছিল। আমি দিয়েছি।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিক ১২৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তাকে আউট করেন অশ্বিন। মুশফিককে আউট করে নিজের ২৫০তম উইকেট তুলে নেন অশ্বিন।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।