শাহজাদপুরে সাংবাদিক হত্যা মামলায় মেয়রের রিমান্ড

ক্রাইমবার্তা রিপোট:সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শাহজাদপুর বিচারিক হাকিম আদালতের বিচারক হাসিবুল ইসলাম আজ সোমবার এ আদেশ দেন।

আবদুল হাকিম হত্যা মামলায় গ্রেপ্তার পৌর মেয়র হালিমুল হক মিরু, আরশেদ আলী, আলমগীর হোসেন, নাজমুল খাঁ, নাসির উদ্দিন ও জহির শেখকে আজ আদালতে হাজির করে পুলিশ সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া হত্যা মামলায় শামীম আলম ও হাবিবুল হক নামের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ বিষয়ে শুনানি হয়নি।

এ ছাড়া মারধরের ঘটনায় করা আরেকটি মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই হাসিবুল হক ও হাবিবুল হককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এই দুজনের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন।

Check Also

সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম 

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।