পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নির্মাণ কাজ শেষ; সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় ব্রিজ ব্যবহারে বিলম্ব

ক্রাইমবার্তা রিপোট:জি,এ, গফুর, পাইকগাছা (খুলনা) ॥  খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ও রাড়–লী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহমান (বোয়ালিয়া) কপোতাক্ষ নদের উপর নির্মিত মুল ব্রিজের নির্মান কাজ শেষ হলেও এখনও পর্যন্ত সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। ফলে ব্রিজ ব্যবহারের বিলম্বিত হচ্ছে। আর এতে ভোগান্তি বাড়ছে সাতক্ষীরা ও পাইকগাছা উপজেলার হাজার হাজার মানুষের। দু’দফা সময় বাড়ানোর পর বোয়ালিয়া (হিতামপুর) কপোতাক্ষ নদের উপর নির্মিত মুল ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তবে ব্রিজের দু’পাড়ের সংযোগ সড়কের নির্মাণ কাজ আইনী জটিলতার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল। পরে আইনী জটিলতা কাটিয়ে উঠে এখন পুরো দমে চলছে সংযোগ সড়কের কাজ। তারপরও কবে নাগাদ সড়কের কাজ শেষ হবে আর কবে ব্রিজ চালু হবে এমন সঙ্কায় রয়েছে সকলের। এদিকে বোয়ালিয়া খেয়াঘাটের বেহাল দশার কারনে প্রায় ২০ কিলোমিটার ঘুরে হাজার হাজার মানুষকে প্রতিদিন যাতয়াত করতে হচ্ছে। সংশ্লিষ্ঠরা জানিয়েছেন আগামী ৫/৬ মাসের মধ্যে ব্রিজ চালু করা সম্ভব হয়নি। 26
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। আর উপজেলা সদরে রাড়–লী ইউনিয়নবাসীকে বিভিন্ন প্রয়োজনে আসতে হতো বোয়ালিয়া নদী পার হয়ে। সেকারনে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবীর পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার (বর্তমান আওয়ামীলীগ সরকার) রাড়–লীর ও গদাইপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহমান কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া খেয়াঘাটে ব্রিজ নির্মানের সিদ্ধান্ত নেয়। ৩১৪.০০ মিটার দৈর্ঘ্য ব্রীজের ব্যয় ধরা হয়েছিল ২১ কোটি ৬১ লাখ ৯’শ ৫২ টাকা। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর ব্রিজের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএমবি-আইটি জয়েন্ট ভেঞ্চার। দরপত্র অনুযায়ী ২০১৪ সালের ১০ এপ্রিলের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় গত বছরের ৩০ জুন পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছিল। বর্তমানে মুল ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও ব্রিজের দুই পাড়ের সংযোগ সড়কের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। জমি অধিগ্রহণ আইনী জটিলতার কারণে দীর্ঘ দিন কাজ বন্ধ ছিল। বর্তমানে আইনী জটিলতা কাটিয়ে উঠে সংযোগ সড়কের কাজ চলছে দ্রুত গতিতে। এদিকে বোয়ালিয়া খেয়াঘাদের বেহাল দশার কারনে সাতক্ষীরা ও পাইকগাছার হাজার হাজার মানুষকে প্রতিদিন উপজেলার কাটাখালী দিয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে যাতয়াত করতে হচ্ছে। কেননা নদীতে ভাটার সময় খেয়া পারাপার করা খুবই কষ্ঠ সাধ্য। অনেকটা দুরে এসে কাদা মেখে পরে নৌকাতে উঠতে হয়। অনেক সময় অবার ঘটে ছোটখাটো দুর্ঘটনা। সেকারনে অনেকে ভোগান্তির হাত থেকে রেহায় পেতে দীর্ঘপথ ঘুরে যাতয়াত করতে হচ্ছে। সূত্রে জানা গেছে, বোয়ালিয়া ঘাট এলাকায় নির্মাণাধিন ব্রিজের পশ্চিমে (বাঁকা-রাড়–লী) পাড়ে ২৪৫ মিটার ও বোয়ালিয়া পাড়ে ১৮৬ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণও হয়েছে। তবে ব্রিজের উত্তর-পূর্ব পাড়ের বোয়ালিয়া বীজ উৎপাদন খামার সংলগ্ন জমির উপর আইনী জটিলতার কারণে নির্মাণ কাজ শুরু করতে দেরি হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের মোঃ মামুন বলেন, মূল ব্রীজের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু দু’পাড়ের সংযোগ সড়কের নির্মাণ কাজ বাকি। উপজেল প্রকৌশলী মোঃ আবু সাঈদ জানিয়েছেন, সংযোগ সড়কের জমি অধিগ্রহনের কিছু আইনী জটিলতা থাকার কারনে কাজ কিছু দিন বন্ধ ছিল। তবে এখন আইনী জটিলতা কাটিয়ে সংযোগ সড়কের নির্মান কাজ চলছে পুরো দমে। আগামী ৫/৬ মাসের মধ্যে ব্রিজ চালু করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। এলাকাবাসী দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে যাতয়াতের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট।
পাইকগাছায় মাতৃভাষা পালনের প্রস্তুতি ও মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় আগামী ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা ও উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির এক সভা গতকালসোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন ও শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন চৌধুরী, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, এসএম এনামুল হক ও কওছার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, অব. অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক দাউদ শরীফ, উপজেলা যুবলীগ সভাপতি এস এম শামছুর রহমান, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে একইস্থানে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।