ক্রাইমবার্তা রিপোট:আজ বসন্তের প্রথম দিন। পত্র-পল্লবে বসন্ত সাঁড়া না জাগালেও শিশু-তরুণী-যুবতীদের চুলের খোঁপা ঠিকই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। রাজধানী ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে গ্রামেও সমানে উদযাপিত হচ্ছে বসন্তবরণ উত্সব।
বসন্ত বরণের মূল আয়োজনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিখ্যাত বকুলতলায়। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও আয়োজন করে এ উৎসবের। শুরুতে সংগীত, তারপর দলীয় নৃত্য। আবৃত্তি, বসন্ত কথন, প্রীতিবন্ধনী বিনিময়, আবির খেলা আর দলীয় পরিবেশনায় ঋতুরাজকে বরণের আয়োজন তাদের। চারুকলার বকুলতলা থেকে পরে শোভাযাত্রাও ছিল। এর পাশাপাশি পুরো নগরজুড়েই দেখা গেছে বাসন্তীরঙের শাড়িতে উচ্ছল তরুণীদের খণ্ড খণ্ড ‘শোভাযাত্রা’।
পিছিয়ে নেই গ্রাম-বাংলার তরুণ-তরুণী, যুবক-যুবতীরাও। দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে কমতি নেই উৎসবের।