ক্রাইমবার্তা রিপোট: ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-ফিকহ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আল- ফিকহ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসেছে। বর্তমানে বিভাগটির ৩২০০ নম্বরের মধ্যে ইসলামী আইন ১৪০০ নম্বর এবং সাধারন আইন ১৮০০ নম্বর পড়ানো হয়। কিন্তু বিভাগের নাম শুধুমাত্র ফিকহ হওয়ার কারনে বিভিন্ন ভাবে বৈষম্য শিকার হতে হয়। সেজন্য নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …