মেক্সিকোজুড়ে ট্রাম্পবিরোধী মিছিল আর বিক্ষোভ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতি এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তুলে মেক্সিকোকে এর জন্য মূল্য দিতে বাধ্য করবেন বলে মি. ট্রাম্প যে অঙ্গীকার করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মেক্সিকোর হাজারো মানুষ। মেক্সিকোর বারটির বেশি শহরে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা প্লাকার্ড নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছে বিক্ষোভকারীরা। 7দেশটির শহরে শহরে, পথে পথে কেবলই বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল।  প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই সাদা পোশাক পরে, মেক্সিকোর পতাকা নিয়ে এবং ট্রাম্পবিরোধী প্লাকার্ড লিখে বিক্ষোভে শামিল হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন।  প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর জনতা সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর কথা ট্রাম্পকে জানাতে এবং যে সব মেক্সিকান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে একধরনের সমর্থন যোগানোর উদ্দেশ্যেই এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।  এদিকে, মুসলিম সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে মি. ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে আদালত স্থগিত করে দেওয়ার রায়কে বহাল রাখায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল কোর্টকে মৌখিকভাবে আক্রমণ করেছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে তিনি বলেছেন, কোর্টের সেই রায়টি ছিল ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার’।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।