অস্বাস্থ্যকর পরিবেশে লক্ষ্মীপুর গ্যান্ড হোটেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আটক-০২

ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধি:অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার পরিবেশেন ও হোটেলের অভ্যন্তরে মূল্য তালিকা না থাকায় লক্ষ্মীপুর গ্র্যান্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় হোটেলের দুই কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।33

আটককৃতরা হলেন, হোটেল কর্মচারী রানা চৌধুরী ও আলা উদ্দিন।

(আজ) মঙ্গলবার  বিকেলে শহরের পুরাতন আদালত রোডস্থ গ্র্যান্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুজ্জামান।

জানা যায়,  দীর্ঘ দিন থেকে শহরের আদালত রোডে গ্র্যান্ড হোটেলে নিম্মমানের খাবার পরিবেশন, খোলা ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার ও হোটেলে অভ্যান্তরে খাবারের মূল্য তালিকা না থাকায় দুই কর্মচারীকে আটক করা হয়েছে। পরে ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থলে হোটেলের মালিক লিটনকে খোঁজে পায়নি ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগমসহ পুলিশ সদস্যরা।

Check Also

সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।