ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষা বর্ষের বিশেষ কোটায় ফল প্রকাশে অনিয়োমের অভিযোগে ভাংচুর চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্যাবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতির কক্ষে এ ভাংচুর চালায় তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে এক দল ছাত্রলীগ কর্মী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতির কক্ষে প্রবেশ করে। বিশেষ কোটায় ফল প্রকাশে অনিয়োমের অভিযোগে তারা বিশেষ কোটার আহ্বায়ক ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরিন এর সাথে সাক্ষাৎ করতে যায়। সে সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। তারা তাকে না পেয়ে সেখানে হৈ হুল্লোড় শুরু করে। এক পর্যায়ে তারা সভাপতির কক্ষে থাকা চেয়ার, টেবিলসহ নানা আসবাবপত্র ভাংচুর করে।
এদিকে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২০১৬-১৭ শিক্ষ বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এফ’ ইউনিট ও বিশেষ কোটায় ফল প্রকাশে অনিয়োম এবং টেন্ডার বহির্ভূত কাজ করানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে
ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,“আমরা সেখানে অনেকে গিয়েছিলাম। হয় ঠেলাঠেলি করে বের হতে আসবাবপত্রে ধাক্কা লেগেছে। আমরা ভাংচুর করতে যাইনি।’
বিশেষ কোটার আহ্বায়ক প্রফেসর ড. শেলীনা নাসরীন বলেন,“কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা স্বচ্ছভাবে কোটার ফল প্রকাশ করা হয়েছে । কিন্তু ছাত্রলীগের চাওয়া পাওয়ার সাথে মিল না থাকায় তারা ভাংচুর করেছে। ভাংচুরের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।