একই ফ্রেমে অমিত হাসান-জিৎ

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা অমিত হাসান ও ওপার বাংলার নায়ক জিৎ। বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘বস-টু’তে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিতে অমিত বাংলাদেশের ব্যবসায়ী শাহনেওয়াজ চরিত্রে ও জিৎ অভিনয় করছেন সূর্য চরিত্রে। এরইমধ্যে কলকাতায় চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান ও জিৎ।22

মুঠোফোনে কলকাতা থেকে অমিত হাসান বলেন, ‘জিৎ অনেক মিশুক প্রকৃতির। সেই সঙ্গে কাজের বিষয়ে যথেষ্ট সিরিয়াস। সবচেয়ে ভালোলাগার বিষয় এই, যে পরিচালক একটি দৃশ্য মনিটরে দেখে তৃপ্ত না হওয়া পর্যন্ত জিৎ অভিনয় করেন। তারমধ্যে কোনরকম বিরক্তি দেখিনি আমি। যথেষ্ট সম্মান দিয়েই আমার সঙ্গে কাজ করেছেন।’

জিৎ বলেন, ‘অমিত দা’র সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি সত্যিই খুব অভিজ্ঞ একজন অভিনেতা। তারসঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। মূলকথা হচ্ছে একজন শিল্পী হিসেবে তিনি যেমন বিনয়ী, মানুষ হিসেবেও অসাধারণ।’

অমিত হাসান জানান, আগামীকাল তার ঢাকায় ফেরার কথা। ফিরেই তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরতে অংশ নিবেন।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।