ক্রাইমবার্তা রিপোট:তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার(নীলফামারী) সংবাদদাতা ঃ নীলফামারী জেলার চিলাহাটিতে মাদক ব্যবসায়া না করার প্রতিশ্রুতিতে দুই মাদক ব্যবসায়ীর আতœসমর্পণ করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ দু ব্যবসায়ী চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে এসে আতœসর্মপন পূর্বক মাদক ব্যবসা না করার শপথ গ্রহন করেন। এরা হলেন মমিনার রহমানের পুত্র পান দোকানদার লেবু (৫১) ও ছোট ভাই মুরগী ব্যবসায়ী রাজ্জাক (৪৫)। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলমের নিকট লিখিত মুশলিকা পত্রে স্বাক্ষর দিয়ে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গিকার করে। এ সময় উপস্থিত ছিলেন এসআই শাহীনুর ইসলাম,ভোগডাবুড়ী ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন,সিদ্দিকুর রহমান,চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া,সমাজ সেবক আমজাদ হোসেন মুরশীদ,আবুল হোসেন চঞ্চল প্রমূখ্য।
ভোগডাবুড়ী ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন জানান, গত কয়েক দিনে মাদক চোরাচালান বিরোধী অভিযান চালায় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ফলে পুলিশের কঠোর ভূমিকায় বাধ্য হয়ে এ দুই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা বাদ দিয়ে আতœসর্মপন পূর্বক স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। তাদের অনুকরনে বাকী মাদক ব্যবসায়ীরাও আতœসমর্পণ করবে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম জানান, আমরা চিলাহাটিতে মাদক বিরোধী সেমিনার করবো এতে যারা আতœসমর্পণ করার করবে। এর পরও যারা করবেনা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …