ক্রাইমবার্তা রিপোট:মো. নজরুল ইসলাম, ঝালকাঠি::ঝালকাঠির সেই সব পাখি প্রেমিক যারা বিশ্ব ভালবাসা দিবসে গাছে পাখির বাসা বেঁধেছিল তাদের ফুল মিস্টির শুভেচ্ছা জানালেন বরিশালের সাদা মনের মানুষ শিল্পপতি দানবীর বিজয় কৃষ্ণ দে। নিজের বাগানের সহ¯্র গাঁদা ফুল ও মিষ্টি পাঠিয়ে এ শুভেচ্ছা জানান তিনি। বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীকে প্রথমে এ ফুলেল শুভেচ্ছা জানায় সাংবাদিক পলাশ রায়। এরপর বিজয় কৃষ্ণ দে’র পাঠানো ফুলগুলো জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী পাখি প্রেমিক তরুণদের হাতে তুলে দেন। ফুলে শুভেচ্ছার পরে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। এ সময় সভাকক্ষে উপস্থিত জেলা প্রশাসন ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গকেও সহ¯্রাধিক ফুলে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মানিক হার রহমান, এনডিসি বুলবুল আহম্মেদ, জেলা আ’লীগের উপদেষ্টা নূরুল ইসলাম খলিফা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিল, স্কুল শিক্ষিকা শিরিন শার্মিন, বিজয় কৃষ্ণ দে’র পরিবারিক সদস্য কাজল দাস, অমৃত ফুডের প্রতিনিধি রতন দত্ত, উত্তম কর্মকার, ঝালকাঠি ‘পাখি প্রেমিক আমারা ক’জননের’ অন্যতম উদ্যোক্তা মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ঝালকাঠিতে ভালবাস দিবসে পাখির প্রতি ভালবাসায় গাছে গাছে হাড়ি ঝুলিয়ে দেয় শহরের একদল একদল তরুণ। পাখির প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাতে ভালবাসার দিনে এ উদ্যোগ নেয়া হয়। ‘নির্ভয়ে ভালবাসায় বাঁধব পাখির নীড়’ স্লোগানে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। বছর জুরেই পুরো শহরে এ উদ্যোগ নেয়া হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …