ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান শুরু থেকেই খেলছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে। শিরোপা জিতেছেন দুইবার। আর পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। তার সুবাদেই শিরোপা জিতেছে দলটি।
আইপিএলের গত আসরে হোটেলের লবিতে সেলফি তুলেন বাংলাদেশের এই দুই তারকা
আগামী আসরেও তাই দল তাদের হাতছাড়া করেনি।
কত অর্থের বিনিময়ে তারা এই দল দুটিতে খেলবেন?
পুরো মৌসুম খেললে মোস্তাফিজ পাবেন প্রায় এক কোটি ৪০ লাখ রুপি। কলকাতার হয়ে পাঁচ মৌসুম খেলা সাকিবের অঙ্কটা এর দ্বিগুণ। গোটা মৌসুম খেললে তিনি পাবেন দুই কোটি ৮০ লাখ রুপি।
এবারের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার পুরো মৌসুম খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আইপিএল শুরু হচ্ছে আগামী ৫ এপ্রিল। তার আগে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এখনও চূড়ান্ত সূচি হয়নি। দেড় মাসের সফরের শেষ দিনগুলো এপ্রিলের মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে।
সে ক্ষেত্রে আইপিএল থেকে এবার পুরো টাকা না–ও পেতে পারেন সাকিব ও মোস্তাফিজ। জাতীয় দলে খেলতে গিয়ে অর্ধেক মৌসুম খেলতে না পারলে পাবেন অর্ধেক টাকা।