সাতক্ষীরায় বারি-১৪ শরিষা উৎপাদন দ্বিগুন হওয়ায় অগ্রহী হচ্ছেন চাষিরা

ক্রাইমবার্তা রিপোট: মীর খায়রুল আলম, সাতক্ষীরা:  উন্নত জাত বারি-১৪ শরিষা উৎপাদন দ্বিগুন হওয়ায় অগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় চাষিরা। এবছর আড়াই শতধীক 26হেক্টরের মত জমিতে চাষ হয়েছে বারি-১৪ শরিষা। একটি গাছের উচ্চতা ৭৫-৮০ সে.মি. সেখানে দেশী শরিষার গাছ ৩৫-৪০ সে.মিটার লম্বা হয়। প্রতিবিঘাতে উভয় শরিষা ১ কেজি হারে উৎপাদন হলেও বীজের তেলের পরিমান থাকে ৪৩-৪৫ ভাগ। এই শরিষায় ৪টি পডের প্রতিটিতে ৪৩-৪৫টি। বিঘাপ্রতি ফলন বারি শরিষায় ১৮০-২০০কেজি। তাছাড়া এ জাতের আয়ু কাল স্থানীয় জাতের শরিষার হওয়ায় বাড়তি সময় ও অর্থ ব্যায় করার প্রয়োজন হয় না। এতে একদিকে কম সময়ে একই জমিতে উৎপাদন বেশি হওয়ায় কৃষকের চাহিদাপুরণ করে স্থানীয় বাজারে নায্য দামে বিক্রয় করতে পারে। তাছাড়া সার্বিক গুনগতমান বিবেচনার হিসাবে এটি স্থানীয় শরিষার থেকে দ্বিগুন বেশি ফলন দেয়ায় কৃষকেরা আগ্রহী হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৬-১৭ সালের রাজস্ব খাতের অর্থায়নের প্রর্দশণীর উপর উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া ব্লকে বারি শরিষা-১৪ এর উপর মাঠ দিবসে এসব কথা জানান কৃষি অধিদপ্তরের থেকে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা জিএম আব্দুল গফুর, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ, আফজাল হোসেন, মনিরুল ইসলাম, আলাউর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদালী। এসময় কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে নতুন জাত বারি শরিষা-১৪ এর তুলনা পার্থক্য করেন বক্তরা। এই জাতের শরিষায় অধিক ফলন হওয়ায় কৃষক লাভবান হবে বলে জানানো হয়। এছাড়া কৃষদের পক্ষ থেকে যাতে সহজে অধিক পরিমান বীজ পাওয়ার দাবি জানানো হয়। এদিকে উত্তর পারুলিয়ার বারি-১৪ শরিষা চাষি সেফালি রানীর ক্ষেতটি পরিদর্শনে কর্মকর্তারা যেয়ে উচ্চ ফলন দেখে আস্বস্থ হন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।