ক্রাইমবার্তা রিপোট:একজন ‘ব্যক্তিত্বহীন’ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে বিএনপি নির্বাচনে যেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির মতো আর একটি অবৈধ নির্বাচন দিতে চায়। এ কারণে নানা কৌশলে নূরুল হুদার মতো বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করেছে।
আওয়ামী লীগের নেতারা দেশের সবকিছু লুট করলেও তাদের সমর্থক বুদ্ধিজীবীরা এখনও নিজেদেরকে ধোয়া তুলসি পাতা ভাবছে বলে মন্তব্য করেছেন তিনি। রিজভী বলেন, নকল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে দলীয় লোক বিচারপতি হচ্ছে, সচিব হচ্ছে। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি, পদ্মাসেতু নিয়ে দুর্নীতি করে তারা এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এতো অন্যায় অবিচার, দুর্নীতি, জনগনের জানমাল ধ্বংস করেও তারা নিজেদের ধোয়া তুলসি পাতা মনে করে।’
এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি লড়াই অব্যাহত রাখবে বলেও জানান বিএনপির যুগ্ম মহাসচিব।