ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর শুরু হতে যাচ্ছে ৫ এপ্রিল। আইপিএলের এই আসরে মাঠ মাতাবেন বাংলাদেশি দুই তারকা। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর কোলকাতা নাইট রাইডার্সের হয়ে লড়বেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের এবারের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে গত বারের দুই ফাইনালিস্ট মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। সাকিবের কোলকাতার প্রথম ম্যাচ ৭ এপ্রিল। প্রতিপক্ষ গুজরাট লায়ন্স।
তবে এবারের আসরে বাড়তে পারে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা। আইপিএলের এবারের নিলামে আছেন আরো ৬ টাইগার ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আছেন তালিকায়। ২০ ফেব্রুয়ারির নিলামেই নিশ্চিত হবে তাদের কাউকে এবারের আসরে দেখা যাবে কি না।
এবারে আসুন দেখে নেয়া যাক সানরাইজার্স ও নাইট রাইডার্সের এবারের আইপিএলের সব খেলার সূচি।
মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ কবে, কখন, কোথায় :
ম্যাচ-১, এপ্রিল ৫, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু, হায়দ্রাবাদ, রাত ৮.৩০
ম্যাচ-২, এপ্রিল ৯, গুজরাট লায়ন্স, হায়দ্রাবাদ, বিকেল ৪.৩০
ম্যাচ-৩, এপ্রিল ১২, মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই, রাত ৮.৩০
ম্যাচ-৪, এপ্রিল ১৫, কোলকাতা নাইট রাইডার্স, কোলকাতা, বিকেল ৪.৩০
ম্যাচ-৫, এপ্রিল ১৭, কিংস ইলেভেন পাঞ্জাব, হায়দ্রাবাদ, রাত ৮.৩০
ম্যাচ-৬, এপ্রিল ১৯, দিল্লি ডেয়ারডেভিলস, হায়দ্রাবাদ, রাত ৮.৩০
ম্যাচ-৭, এপ্রিল ২২, রাইজিং পুনে সুপারজায়ান্টস, পুনে, রাত ৮.৩০
ম্যাচ-৮, এপ্রিল ২৫, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু, ব্যাঙ্গালুরু, রাত ৮.৩০
ম্যাচ-৯, এপ্রিল ২৮, কিংস ইলেভেন পাঞ্জাব, চন্ডিগড়, রাত ৮.৩০
ম্যাচ-১০, এপ্রিল ৩০, কোলকাতা নাইট রাইডার্স, হায়দ্রাবাদ, রাত ৮.৩০
ম্যাচ-১১, মে ২, দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি, রাত ৮.৩০
ম্যাচ-১২, মে ৬, রাইজিং পুনে সুপারজায়ান্টস, হায়দ্রাবাদ, বিকেল ৪.৩০
ম্যাচ-১৩, মে ৮, মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দ্রাবাদ, রাত ৮.৩০
ম্যাচ-১৪, মে ১৩, গুজরাট লায়ন্স, কানপুর, বিকেল ৪.৩০
সাকিবের কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কবে, কখন, কোথায় :
ম্যাচ-১, এপ্রিল ৭, গুজরাট লায়ন্স, রাজকোট, রাত ৮.৩০
ম্যাচ-২, এপ্রিল ৯, মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই, রাত ৮.৩০
ম্যাচ-৩, এপ্রিল ১৩, কিংস ইলেভেন পাঞ্জাব, কোলকাতা, রাত ৮.৩০
ম্যাচ-৪, এপ্রিল ১৫, সানরাইজার্স হায়দ্রাবাদ, কোলকাতা, বিকেল ৪.৩০
ম্যাচ-৫, এপ্রিল ১৭, দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি, বিকেল ৪.৩০
ম্যাচ-৬, এপ্রিল ২১, গুজরাট লায়ন্স, কোলকাতা, রাত ৮.৩০
ম্যাচ-৭, এপ্রিল ২৩, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু, কোলকাতা, রাত ৮.৩০
ম্যাচ-৮, এপ্রিল ২৬, রাইজিং পুনে সুপারজায়ান্টস, পুনে, রাত ৮.৩০
ম্যাচ-৯, এপ্রিল ২৮, দিল্লি ডেয়ারডেভিলস, কোলকাতা, বিকেল ৪.৩০
ম্যাচ-১০, এপ্রিল ৩০, সানরাইজার্স হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, রাত ৮.৩০
ম্যাচ-১১, মে ৩, রাইজিং পুনে সুপারজায়ান্টস, কোলকাতা, রাত ৮.৩০
ম্যাচ-১২, মে ৭, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু, ব্যাঙ্গালুরু, বিকেল ৪.৩০
ম্যাচ-১৩, মে ৯, কিংস ইলেভেন পাঞ্জাব, চন্ডিগড়, রাত ৮.৩০
ম্যাচ-১৪, মে ১৩, মুম্বাই ইন্ডিয়ান্স, কোলকাতা, রাত ৮.৩০