শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডাদেশ

ক্রাইমবার্তা রিপোট:ময়মনসিংহ সদর উপজেলার দরি ভাবখালী গ্রামে শিশুকে (৭) ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত এক লাখ টাকা জরিমানাও করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রফিকুল ইসলাম কাজল দরি ভাবখালী গ্রামেরই বাসিন্দা। তিনি ময়মনসিংহ কারাগারে আছেন।

আদালত পরিদর্শক নওয়াজেশ আলী মিয়া জানান, ২০১২ সালের ৩ এপ্রিল সোনিয়া নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেন রফিকুল। এ ঘটনার পর সোনিয়ার বাবা চান মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।