আমি এত অসৎ মিডিয়া দেখিনি : ট্রাম্প

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই সঙ্গে এর অসততার মাত্রাও এখন নিয়ন্ত্রণের বাইরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। এ সময় রাশিয়াকে জড়িয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রাম্প প্রশাসন। এতে এক ঘণ্টা ৫৫ মিনিট কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি রাশিয়ার কোনো কিছুই ধারণ করি না। রাশিয়ার কাছে আমার কোনো ঋণ নেই। আমি মস্কোর সঙ্গে কোনো চুক্তি করিনি। তা ছাড়া রাশিয়ার বিষয়টি ছিল ভুয়া সংবাদ।’

‘আমি এ ধরনের নেতিবাচক সংবাদে কিছু মনে করতাম না, যদি তা সঠিক হতো। কিন্তু এটি আমার প্রশাসন সম্পর্কে অধিক পরিমাণে অসত্য অভিযোগ করেছে,’ বলেন ট্রাম্প।

ট্রাম্প আরো বলেন, ‘আমি কখনোই এত অসৎ মিডিয়া দেখিনি। আমি এখানে আবার এসেছি জনগণের কাছ থেকে সরাসরি বার্তা নিতে। আমাদের প্রশাসন উত্তরাধিকার সূত্রে সরকার ও অর্থনৈতিক বেশ কিছু সমস্যায় রয়েছে। সত্যি বলতে, উত্তরাধিকার সূত্রে আমি দেশে এবং বিদেশে একটি জগাখিচুড়ি অবস্থা পেয়েছি।’

এ সময় অসংলগ্ন প্রশ্ন করায় এক প্রতিবেদককে বসিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আগামীকাল তারাই বলবে যে, ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সম্পর্কে প্রলাপ বকেছেন। কিন্তু আমি মোটেও তা করছি না। আমি শুধু আপনাদের বলছি। আপনারা জানেন, আপনারা অসৎ মানুষ। আমি প্রলাপ বকছি না। আমি এটা ভালোবাসি। এটা করতে গিয়ে আমার ভালো সময় কাটছে।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ আমি এখানে থেকে আমেরিকার মানুষের অবিশ্বাস্য অগ্রগতির জন্য কাজ করছি। যা এরই মধ্যে আমার অভিষেক গ্রহণের পর থেকে গত চার সপ্তাহে করা হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছি। আমার জানা নেই, এর আগে কোনো প্রেসিডেন্ট এত অল্প সময়ের মধ্যে তা করতে পেরেছেন কি না।’

প্রশাসনে শ্রম সচিব হিসেবে খুব শিগগির আলেকজান্ডার আকস্তাকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানান ট্রাম্প।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।