ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছায় শিবসা ব্রীজের লোহার প্লেট উঠে উর্দ্ধমুখি, অন্য দিকে ব্রীজের সংযোগ সড়ক থেকে যাত্রিবাহী ভ্যান উল্টে খাদে পড়ে শারীরিক প্রতিবন্ধী ফারুক দম্পতি গুরুতর ভাবে আহত হয়েছেন। স্ত্রী পাখি (২৫)’র মুখ ও হাটু ভেঙ্গে খন্ড হয়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনায় নেয়ার পরামর্শ দিয়েছেন। আহতদের বাড়ী উপজেলার মালথ গ্রামে। এ দম্পত্তি ইঞ্জিন চালিত ভ্যান যোগে সোলাদানায় যাওয়ার পথে সড়কের নিচু থেকে ব্রীজে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে শুক্রবার দুপুরে ভ্যান উল্টে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়। পথচারী ছাত্রলীগনেতা সাইফুল, মিঠুন ও রাজু এদেরকে উপজেলা হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। উল্লেখ্য, এ সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনায় পড়ে ইতোমধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন, আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। গণমাধ্যম কর্মীরা বহুবার জনদুর্ভোগের চিত্র তুলে ধরে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোন প্রতিকার হয়নি। এদিকে বিষ ফোঁড়ার মত ব্রীজের মাঝ বরাবর লোহার জয়েন্ট প্লেট কেটে উর্দ্ধমুখি উঠে পথচারিসহ যান চলাচলেও ব্যাঘাত সৃষ্টি করচ্ছে। এ প্লেট অপসারন না করলে রাত্রিকালে ভয়াবহ বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিবেন কি?