ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :সাংবাদিক ও গণমাধ্যমকে ফের দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি গণমাধ্যমের বিরুদ্ধে অসততার অভিযোগ তোলেন তিনি। ‘সংবাদমাধ্যমের অসততা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহ সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘সবকিছু দারুণ একটি যন্ত্রের মতো চলছে।’ এসময় নিজের প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার গুজবকে উড়িয়ে দেন তিনি। এ জন্য তিনি গণমাধ্যমকে দায়ী করেন। বিবিসির এক খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের গত কয়েক সপ্তাহের কার্যক্রমের ব্যপারে সন্তোষ প্রকাশের পাশাপাশি, আগের প্রশাসনেরও সমালোচনা করেন ট্রাম্প। তবে, ছিয়াত্তর মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনে অসততার অভিযোগ তুলে প্রধানত সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন তিনি। ট্রাম্প বলেন, দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা না বলে, সুবিধাভোগীদের পক্ষে কথা বলে। সাংবাদিকরা এতই অসৎ যে আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবে, আমরা জনগণের কোনো সেবাই করছি না। তিনি বলেন, ‘টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে।’ ভুয়া সংবাদমাধ্যম তার প্রশাসনের সঠিক খবর প্রকাশে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরকেও নাকচ করে দেন ট্রাম্প। এ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ট্রাম্প প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …