বাংলাদেশে প্রবেশের সময় দৌলতপুর সীমান্তে ৩৬ জন আটক

ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল(যশোর) সংবাদদাতা:ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় আজ শুক্রবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৬ শিশু সহ ৩৬ নারী- পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আটককৃতরা ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা বাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

২১ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত টপকে বাংলাদেশে একদল নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬ জন শিশু, ৭ জন মহিলা ও ২৩ জন পুরুষ কে আটক করে। পাচারকারীরা এসময় কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ।
বেনাপোল পোর্টথানার ওসি অপুর্ব হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।