জাতীয় শিক্ষা সপ্তাহ শ্যামনগরের সেরা নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিঃ মাদ্রাসা

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সেরা মাদ্রাসা নির্বাচিত হয়েছে নওয়াবেঁকী বিড়ালাক্ষী 6কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা। শিক্ষা সপ্তাহর শ্যামনগর উপজেলা কমিটি যাচাই বাচাই করে এ ফলাফল ঘোষনা করেন। মাদ্রাসাটি উপজেলা সেরা হওয়ায় মাদ্রাসা জিবি সভাপতি আ‘লীগ নেতা গাজী কামরুল ইসলাম ও অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সারা বিশ্বের গর্ব সুন্দরবনের কোলে দেশের সর্ব বৃহৎ উপজেলা শ্যামনগরের প্রাণকেন্দ্রে প্রাচীনতম ঐতিহ্যবাহী বানিজ্যিক কেন্দ্র নওয়াবেঁকী বাজারের গা ঁেঘষে অবস্থিত “নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসাটি”। মাদরাসাটি অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম মাওলানা গোলাম বারী (রহঃ) এর ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সহযোগিতায় ০১/০১/১৯৬৮ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। “বড়পীর আব্দুল কাদের জ্বিলানী (রহঃ)” এর নামে নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফোরকানিয়া মাদ্রাসা  নামে স্বমহিমায় যার পথ চলা, শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চলতে থাকে তার পাঠদান কার্যক্রম। ১৯৭৩ সাল, পরিবর্তন হয় মাদ্রাসার নাম “নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসায়”। ০১/০১/১৯৭৭ সালে আরও একধাপ এগিয়ে যায় অত্র প্রতিষ্ঠান। পাওয়া যায় নবম শ্রেণী খোলার অনুমতি। ১৯৭৮ সালে অংশগ্রহন করে সর্বপ্রথম দাখিল পরীক্ষায়। ০১/০১/১৯৮৫ সাল, এমপিও ভুক্ত হয় দাখিল স্তর। ০১/০৭/১৯৮৩ সাল আলিম শ্রেণী খোলার অনুমতি পায়। ১৯৮৫ সালে প্রথম আলিম পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা, যা এমপিও ভুক্ত হয় ০১/০৯/১৯৮৫ সালে, ফলে সিনিয়র নাম করনের স্বার্থকতা প্রতিষ্ঠিত হয়। এ ভাবে একের পর এক এগিয়ে চলে অত্র প্রতিষ্ঠান। ০১/০১/১৯৮৭ সালে দাখিল বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটি নবম শ্রেণীতে কম্পিঊটার শাখা খোলার অনুমতি পায় ০১/০১/২০০৩ সালে। অত্র মাদ্রাসায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয় ২০১০ সালে। ২০১২ সালে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্রের অনুমতি। বর্তমানে দাখিল পরীক্ষা কেন্দ্র ও ফাজিল শ্রেণী অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটিতে ৫ একর ১০ শতক জমি রয়েছে। যার মধ্যে ১.০০ একর জমির উপর দাড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। অত্র প্রতিষ্ঠানে বর্তমানে ৪ টি ভবন রয়েছে। প্রতিষ্ঠানে দু’টি মজবুত গেট সম্বলিত চতুর্দিকে পাকা প্রাচীর বিদ্যমান। মাদ্রাসাটিতে ২৫০০ বর্গফুট আয়তনের অডিটোরিয়াম রয়েছে।“নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা” টি জাতির পথপ্রদর্শনের আলোক বর্তিকা হয়ে টিকে থাকুক চিরকাল এ কামনা করেছেন এলাকাবাসী।

শ্যামনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু
শ্যামনগর ব্যুরোঃ গতকাল শনিবার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করন ও আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই এর কার্যক্রম উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গত ১৫-০১-২০১৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট্য মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সদস্যরা হলো-সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ জি.এম ওসমান গনি, সদস্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এম.এ মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় প্রতিনিধি ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন,জামুকা প্রতিনিধি মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান ও সদস্য সচিব শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম। শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়ন হওয়ায় প্রতিদিন ৩ টি করে ইউনিয়ন যাচাই বাছাই করায় এ বাছাই পর্ব ৪ দিন চলবে। এ বিষয়ে সদস্য সচিব শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, প্রথম দিনে গাবুরা, পদ্মপুকুর ও আটুলিয়া ইউনিয়নে যাচাই বাছাই শেষ হয়েছে। বাকী ৯ টি ইউনিয়নে  যাচাই বাছাই শেষে বিধি মোতাবেক তালিকা প্রনয়ন করা হবে।

বুড়িগোয়ালিনী তরুণলীগের কমিটি গঠন

শ্যামনগর ব্যুরোঃ বাংলাদেশ আওয়ামী তরুণলীগের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মোঃ আসলাম হোসেন, সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক নাজু, স্বাক্ষরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দেবাশিষ কুমার বিশ্বাস সভাপতি, আসমত আলী সাধারন সম্পাদক, মনিশ কুমার বিশ্বাসকে সাংগাঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ আওয়ামী তরুণলীগের কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন করা হয়।

Check Also

অবৈধ সভাপতির একক স্বাক্ষরে বেতন-বিল পাশ করানোর অভিযোগ ব্যাংক ম্যানেজার শংকরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ সভাপতির একক স্বাক্ষরে বেতন-বিল পাশ করানোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।