দেশ ও জাতির স্বার্থে জাপাকে ক্ষমতায় যেতে হবে : এরশাদ

ক্রাইমবার্তা রিপোট:জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নিজেদের জন্য নয়- দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে। অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সু-শাসন ও সমৃদ্ধি দিয়েছে তেমনি আগামীতেও গোটা জাতিকে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিতে পারে। তাই জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।

আজ শনিবার সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বনানীর কার্যালয়ের মিলনায়তনে বিশিষ্ট্য শিল্পপতি ও সমাজ সেবক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা সেলিম বেঙ্গলের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান সভায় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখত, পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা সুমন আশরাফ, হেলাল উদ্দিন হেলাল, মিল্টন মোল্লা প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম মেম্বর, আরিফুজ্জামান, সিরাজুল ইসলাম খান, সাইফুল ইসলাম, মুকুল, জুয়েল, জাহাঙ্গীর আলম, সুমন, রুবেল, রানা, ইউসুফ, ইসমাইলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ যোগদানকারীদের উদ্দেশে বলেন, তারাই আপনজন, যারা-সুদিনে-দুর্দিনে পাশে দাঁড়ায়। রংপুরের মানুষ আমার সবচেয়ে আপনজন। তারা সুদিনে-দুর্দিনে আমার পাশে ছিল এবং এখনও আছে। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।

লিলি চৌধুরীর স্বামী নুরুল হুদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপির স্বামী মরহুম নুরুল হুদা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল শুক্রবার বাদ আসর হোটেল নবাবী ভোজ মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, হাজী সাইফুদ্দিন মিলন, উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, রওশন আরা মান্নান এমপি, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, মহিলা বিষয়ক সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী, যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, শারমিন পারভিন লিজা, ডাঃ সেলিমা খান, যুগ্ম-দফতর সম্পাদক এম.এ রাজ্জাক খান, যুগ্ম তথ্য বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদিককা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী খান, ফরিদা শিকদার, মিনি খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।