ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ তালা উপজেলার সদর ইউনিয়ন এবং জালালপুর ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্ম-সংস্থান কর্মসূচী (৪০ দিনের) কাজের উদ্বোধন করা হয় । উক্ত অনুষ্ঠানে তালা সদরে ৩১২ টি কার্ড এবং জালালপুর ইউনিয়নের ২৪৪ টি কার্ড বিতরন করা হয়। ১৮ জানুয়ারি শনিবার সকালে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং জালালপুর ইউপির চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এই কর্মসুচীর উদ্বোধন করেন ।
এ সময় তালা সদর ইউনিয়নে কার্ড বিতরনে উপস্থিত ছিলেন, আ’লীগের ইউনিয়ন সভাপতি মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, সরদার গোলজার হোসেন, ইউপি সদস্য অকেল খাঁ, মীর কলে¬াল, নাছিমা ইয়াছমিন ময়না প্রমুখ।
অন্যদিকে জালালপুর ইউনিয়নের কার্ড বিতরণে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,মেম্বর পলাশ ঘোষ এবং সাব এসিষ্টান ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
উলে¬খ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ৩ হাজার ৪শ ২ জনকে অতি দরিদ্রদের জন্য কর্ম-সংস্থান কর্মসূচীর কার্ড বিতরণ করা হয়।