নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি : আমীর খসরু

ক্রাইমবার্তা রিপোট:আগামী নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হবে সে সম্পর্কে বিএনপি একটি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।33

শনিবার দুপুরে খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন আমীর খসরু।

‘সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাজহারুল হান্নান। আলোচনা সভার আয়োজন করে খুলনার সম্মিলিত পেশাজীবী পরিষদ।

আমীর খসরু বলেন, ‘এখন আসছে আমাদের নির্বাচনকালীন সরকার। আবার হয়তো আমাদেরকে অনেকে বলবে যে নির্বাচনকালীন সরকার তোমরা একদিনেই ঘোষণা করে দিতে পারো। কিন্তু বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় দল হিসেবে আমাদের গণতান্ত্রিক দায়িত্ব হচ্ছে জাতির সামনে নির্বাচনকালীন সরকার কী রূপ পাবে সেটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা আসবে, সেই প্রস্তাবনা হবে মুক্ত আলোচনার ক্ষেত্র।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে জনগণের পক্ষে, দেশের পক্ষে যে কাজটি করা দরকার সেটা হচ্ছে একটা প্রস্তাবনা। আমরা যদি প্রস্তাবনা না দেই বলবে যে আপনারা তো কোনো প্রস্তাবনা দেননি তাহলে কিসের ভিত্তিতে আলোচনা করবেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের অসহিষ্ণু, অগণতান্ত্রিক, অমানবিক আচরণের বিপরীতে আমরা একটা নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পথে চলছি। আমরা কিন্তু শেষ পর্যন্ত এই পথেই চলব। আমাদের প্রস্তাবনা দেব, আমরা সমঝোতার পথেই চলব। এই পথ চলা শেষ হবে তখন, যখন আর কোনো পথ থাকবে না।’

আমীর খসরু মাহমুদ বলেন, ‘দেশের মানুষের যে প্রত্যাশা একটা নিরপেক্ষ ইলেকশন কমিশন গঠনের জন্য, সেটার ভিত্তি করে আমরা দিয়েছি। সেটার ভিত্তি করে মহামান্য রাষ্ট্রপতি আমাদের ডেকেছিলেন কিন্তু শেষ পর্যন্ত উনি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বাইরে আর কিছুই করতে পারেননি।’

আলোচনা সভায় কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুস সাদাত, শেখ “িরুল আলম, ডা. শেখ আখতারুজ্জামান বাবুল ও ডাক্তার রফিকুল হক।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।